শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীর সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ মে) বিকেলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার শিউলীর সমর্থক হেলাল ইসলামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফুটবল মার্কার ছবি যুক্ত করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা।
এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু মুছা বলেন, সোমবার বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় এক প্রার্থীর সমর্থকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।
এছাড়াও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কারণ দর্শানোর প্রসঙ্গে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, আপনি নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন৷ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ (৫) এর পরিপন্থী। যার সুনির্দিষ্ট তথ্যচিত্র ও প্রমাণাদি রয়েছে।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) ২০১৬ এর বিধি ৩২ অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না ও বিধি ৩৩ অনুযায়ী কেন প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা আগামী ২৮/০৫/২০২৪ দুপুর ১২ ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো।