রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক।

Logo
ডেস্ক রিপোর্ট রবিবার, ২৪ ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মিয়া (২৮),  আব্দুল হাদি (৩৫), মেরাজুল ইসলাম ও  আবুল কালাম (৩০)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মোহিনীপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তিতাস নদীর কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর শনিবার মধ্যরাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশ ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক দৈনিক যায়যায় কালকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

ADVERTISEMENT

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …