শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসের আয়োজনে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের নিরাপদ বিদ্যুত ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত। ৩০ আগষ্ট বুধবার নবীনগর জোনাল অফিসের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটির সভাপতিত্ব করেন,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, পবিস মনিটর ও ব্যবস্থাপনা পরিচালক, (পূর্বাঞ্চল) পরিদপ্ত মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
সভার শুরুতেই সভার উপস্থিতি সন্মানিত গ্রাহক সদস্যবৃন্দের উদ্দেশ্যে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সম্পর্কিত দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, নবীনগর থানার ওসি তদন্ত মো. সোহেল আহাম্মেদ, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এসও জসীম উদ্দীন, সাবেক সভাপতি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ও এলাকা পরিচালক, কাউসার, নবীনগর জোনাল অফিসের ডিজিএম মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, ডিজিএম কারিগরি আবু সায়েম, কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন, সাবেক এলাকা পরিচালক মনোয়ার হোসেন, নবীনগর জোনাল অফিসের এজিএম(পরিচালন ও রক্ষণাবেক্ষণ) পলক সাহা প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার অবৈধ করণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করন, বিদ্যুতের লাইনের উপর পড়ে থাকা গাছপালা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে গুরুত্ব আলোচনা করেন।