রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

নবীনগরের জিনোদপুরে জুয়ার আসর থেকে নগদ টাকা সহ ১০ জন গ্রেফতার।

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ০৮ ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড হুরুয়া গ্রামের মালু মিয়ার বসতঘর থেকে জুয়াখেলা রত অবস্থায় নগদ টাকাসহ ১০ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।সোমবার (৭.১০.২৪) দিবাগত রাতে নবীনগর থানা অফিসার ইনচার্জ( তদন্ত) সজল কান্তি দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই মো.শামীম ভূঁইয়া।অভিযান পরিচালনার সময় বসত ঘরের মালিক মালুমিয়া পালিয়ে গেলেও জুয়া খেলারত অবস্থায় দশ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন, মুকবুল হোসেন, শাহীন মিয়া (৪০), মোশারফ হোসেন (৪৬), মাঈনউদ্দিন (৪০)বিল্লাল মিয়া (সাবেকমেম্বার),মুকবুল হোসেন, মোঃ নুরুল ইসলাম (৬২),দানু মিয়া (৬০),মোক্তার হোসেন (৩৬), রূপ মিয়া (৬৫) পলাতক আসামী মালু মিয়া (৬০) এদের সবার বাড়ি জিনোদপুর ইউনিয়নে।

জুয়ারীদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী নগদ অর্থ, মোবাইল, টর্চ লাইট ও গ্যাসলাইট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের এবং পলাতক আসামিদের নামে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয় যাহার নং-১৩, তারিখ- ০৮ অক্টোবর, ২০২৪; ধারা- 3/4 The Public Gambling Act,1867;।

এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …