বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপের উদ্যোগে ৪ টি অসহায় পরিবার কে ৫ পাঁচ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান

Logo
Shafiqul Islam শুক্রবার, ১৯ ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ

শফিকুল ইসলাম শরিফ স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সবচেয়ে বড় ও জনপ্রিয় ফেইসবুক গ্রুপ নবীনগরের আঞ্চলিক কথা- মানুষের কল্যাণে ফেইসবুক গ্রুপের  উদ্যোগে ৪ টি অসহায়  পরিবার কে ৫ পাঁচ লাখ  ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আজ  ১৯শে মে শুক্রবার সকালে, উপজেলা পরিষদ হল রুমে এ অনুদান প্রদান করা হয়। নবীনগরের আঞ্চলিক কথা – মানুষের কল্যাণে

গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক,

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাওছার, নবীনগরের আঞ্চলিক কথা – মানুষের কল্যাণে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রানা জালাল মুন্সি, প্রধান উপদেষ্টা নিলোফার ইয়াসমিন লাকি, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম খান, গ্রুপের সদস্য   জাবিদ আল মোয়াজ, মুজিবুর রহমান পথিক,  আবুল খায়ের বাইছা, খাজা আহমেদ,   মোঃ ওয়াসিম, নাজমুল হাসান জেমস, নুরে আলম রানা, মাসুম মিয়া, সুহেল রানা, জুয়েল মিয়া, আলমগীর হোসেন সহ আরও অনেকই।

উল্লেখ, এই গ্রুপের উদ্যোগে এই পর্যন্ত  নবীনগর উপজেলার ১৯টি ইউনিয়নের, ৪৫ টি হতদরিদ্র অসহায় পরিবারকে নগদ টাকা,  এবং ৭টি গৃহহীন পরিবারকে ৭টি টিনের ঘর নির্মাণ  সহ ( ৩৫ পয়ত্রিশ  লক্ষ ৫০ পঞ্চাশ হাজার )  টাকার বেশি  আর্থিক সহায়তা, অসহায় অসুস্থ  মানুষের চিকিৎসা এবং ঘর নির্মাণ সহ তাদের পাশে দাঁড়িয়েছেন  এই গ্রুপের এডমিন মডারেটর ও সকল সন্মানিত  সদস্যগন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …