মো:নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দারের সাথে সর্বস্তরের মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) বিকালে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি সকল শ্রেণী পেশার কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক রকিব হায়দারের সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবার রহমান, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মাহমুদুন্নবীসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, বিশিষ্টজনরা মতবিনিময় সভায় তাদের মতামত ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
মতবিনিময় সভায় সীমান্তবর্তী হাতীবান্ধা উপজেলার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় উপস্থিত বক্তারা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে মহাসড়ক উন্নয়ন, মাদক সমস্যা সমাধান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী উপস্থাপন করেন।
জেলা প্রশাসক রকিব হায়দার হাতীবান্ধা উপজেলার পাশাপাশি পুরো লালমনিরহাট জেলার সমসাময়িক বিষয়ে প্রশাসনের ভূমিকার পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার কথা তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।