দেশ এবং প্রবাসের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক আনিছুর রহমান পলাশ।
তিনি বলেন, “পুরনো সব স্মৃতি ভুলে নতুন বছর নিয়ে আসুক সবার জীবনে আনন্দ, সুখ এবং সমৃদ্ধি। নতুন বছরে সবাই মিলে একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসি।”
সাংবাদিক আনিছুর রহমান পলাশ দেশে এবং প্রবাসে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এস এ টিভি-এর একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি হাওর বার্তার নির্বাহী সম্পাদক এবং জাতীয় দৈনিক দৈনিক সরজমিন-এর স্টাফ রিপোর্টার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এছাড়া তিনি ঢাকা লায়ন্স ক্লাবের সদস্য হিসেবে সমাজসেবামূলক কাজেও সক্রিয় রয়েছেন। আগামীতেও দেশ ও প্রবাসীদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
সাংবাদিক আনিছুর রহমান পলাশ সবার জন্য সুখ, শান্তি ও সাফল্যে ভরপুর একটি নতুন বছর কামনা করেছেন।