
নড়াইল ২ আসনে প্রচারণা শীর্ষে লায়ন নুর ইসলাম।
স্টাফ রিপোর্টারঃ-
নড়াইল ২ আসনের সংসদ নির্বাচনে প্রচারণার শীর্ষে রয়েছেন লায়ন নূর ইসলাম।
নড়াইল লোহাগড়ার সাংবাদিক নেতা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপস্থিতি তে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সুষ্ঠ সুন্দর নির্বাচন বিষয় নিশ্চিত করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে অমান্য করে যদি কোন নেতা বা কর্মকর্তা অতি উৎসাহিত হয়ে নির্বাচনকে কুলসিত করার চেষ্টা করে সে ক্ষেত্রে আপনাদের কলম এবং ক্যামেরা সক্রিয় থাকবে। কোন অপশক্তির নিকট আপনারা মাথা নত করবেন না। সে ক্ষেত্রে আপনাদের পেশাগত দায়িত্ব পালনের সময় যদি কোন বাধার সৃষ্টি হয়, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। একইসঙ্গে রাজনৈতিক নেতা ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,নির্বাচনে আপনারা প্রত্যেকের ভোট সুন্দরভাবে দিতে পারবেন এ ব্যাপারে নিশ্চিত থাকেন। আলোচনা শেষে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।