গিয়াস উদ্দিন লিটন-নগরীর হালিশহর থানাধীন সবুজবাগ এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ ২১৩০ টাকা ও খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ মে) তাদের আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আটককৃত ১২ জন হলেন-
১। মোহাম্মদ হোসেন মিয়া (৪৫),২। ইকবাল হোসেন জুয়েল (৩৫),৩। মোহাম্মদ সিরাজ ভান্ডারী (৭৪),৪। মোহাম্মদ নুরুল ইসলাম (৩৬),৫। মোহাম্মদ জহির (৩৫),৬। আবুল বশর (৪৭),৭। মোহাম্মদ ইব্রাহিম (৫৫),৮। মোহাম্মদ আবুল কালাম (৪২), ৯। মোহাম্মদ আজিজুল হক (৫০), ১০। মোঃ আবু হেনা (৫০), ১১। মোহাম্মদ হুমায়ুন (৩৫),১২। মোঃ সহর উদ্দিন (৩৫)’দেরকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী’গন সকলেই সিএমপি’র হালিশহর থানা এলাকার স্থায়ী/অস্থায়ী বাসিন্দা,৯৪ ধারায় এবং একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ দৈনিক সরেজমিন বার্তাকে বলেন, সবুজবাগ এলাকায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে মোট ১২ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ২১৩০ টাকা ও খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন অসামাজিক যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।