সাফিউল ইসলাম রকি
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নওগাঁ-৪ (মান্দা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা বললেন,আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও আপনাদের ঋণ শোধ হবে না।
শনিবার উপজেলার কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি আপনাদের গামা ভাই।আমাকে স্যার বলতে হবে না।আমি আপনাদের আবাসিক এমপি হয়ে কাজ করতে চাই।আপনাদের মতামতই আমার মতামত।নামাজ ও ঘুমের সময় বাদ দিয়ে বাকি সময় আপনাদের খাদেম হয়ে কাজ করতে চাই।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক,বেসরকারি,শিক্ষা প্রতিষ্ঠান,মুক্তিযুদ্ধা,দলিল লেখক সমিতিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সংবর্ধনা প্রদান করেন। এসময় মান্দা উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবির মানুষজন উপস্থিত ছিলেন।