সাফিউল ইসলাম রকিঃ
নওগাঁর মান্দায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অবস্থান ও বিক্ষোপ কর্মসূচিতে অবস্থানরত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রারের পদ থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ এবং এসব পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স নিয়োগের দাবি জানায় ।