
মান্দা উপজেলা প্রতিনিধি শাফিউল ইসলাম রকি
নওগাঁর মান্দায় জামিনে মুক্তি পেলেন বিএনপির ২০ নেতাকর্মী । বিএনপির নেতাকর্মীদের জামিনের বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম সোহাগ জানান ।
আলহামদুলিল্লাহ অবশেষে ফ্যাসিস্ট হাসিনার দায়েরকৃত মিথ্যা মামলায় কারাবন্দি বিএনপির ২০ জন নেতা কর্মীদের জামিনের ব্যবস্থা করতে পারলাম . যদিও এটা আমার একার পক্ষে করা সম্ভব ছিল না ।
প্রিয় অভিভাবক মান্দার মাটি ও মানুষের নেতা তৃণমূল নেতা কর্মীদের প্রাণ সাবেক মান্দা থানা বিএনপির সভাপতি মোকলেসুর রহমানের অক্লান্ত পরিশ্রম মান্দার নেতা কর্মীদের মুখে হাসি ফোটাতে পেরেছি ।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মান্দা থানা বিএনপির আহবায়ক গণেশপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর চাচাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন ভাইকে ,কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবেক সাধারণ সম্পাদক মান্দা উপজেলা ডাক্তার টিপু ভাই , ব্যারিষ্টার বজলুর রশীদ ,মান্দা থানা দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবী সাবেক মান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ দাদা, ছোট ভাই অ্যাডভোকেট মিজান ,স্নেহের ছোট ভাই মান্দা থানা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তেতুলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান সহ যেসব আইনজীবী অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের সহযোগিতায় আজ আমরা সফল হতে পেরেছি .আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞ । জামিনে মুক্তি পাওয়া নেতাও কর্মীগুলোর মধ্যে রয়েছে !
(১) বাবু মণ্ডল (২) ইব্রাহিম আলী প্রামানিক (৩) রিসালাত সাজিদ (৪) ফিরোজ শাহীন (৫) রওশন আলম (৬) ইব্রাহিম আলি প্রামানিক (৭) একরামুল হক (৮) মেহেদী (৯) লুৎফর রহমান (১০) শহিদুল ইসলাম (১১) সাজ্জাদুল ইসলাম (১২) আব্দুল হালিম দুলাল (১৩) আবুল কালাম (১৪) মামুনুর রশিদ (১৫) আবুল হোসেন সরদার (১৬) মান্নান প্রামাণিক (১৭) এহসানুল হক মাসুম (১৮) আব্দুল জব্বার (১৯)মিনটু সহ আরো এক জন ।