
এ.বি.এম.হাবিব-
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালকের ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উৎঘাটন করেছে এবং ২জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গত (১২জানুয়ারী) অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক নওগাঁ জেলার পত্নীতলা থানার, পত্নীতলা বাজারের পাকা রাস্তার পাশে জমিতে মো: আজিজার রহমান (৫০) পিতা- মৃত ছফের আলী, সাং-গোবিন্দপুর, থানা- মহাদেবপুর জেলা- নওগাঁকে হত্যা করে উক্তস্থানে রেখে যায়।
উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ সুপার, নওগাঁ সহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পত্নীতলা থানা পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের হলে, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর দিক নির্দেশনায় নওগাঁ মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল এর সার্বিক প্রচেষ্টা,সহায়তায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ,পত্নীতলা সার্কেল জনাব মুঃ আব্দুল মমীন
এর দিক নির্দেশনায় পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন এর নেতৃত্বে এসআই নি: মো: আল আমিন, এসআই নি: মানিক হোসেন,এএসআই নি: শাহীন সহ পত্নীতলা,মহাদেবপুর থানার সমন্বিত একটি চৌকস টিমের ৪দিনের অক্লান্ত বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে আসামী হাদিউল ইসলাম,সজিবুর রহমান জীবন (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হাদিউল ইসলাম,সজিবুর রহমান জীবন (৩৫) জানায়, সে সুকৌশলে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের অটোরিক্সা রিজার্ভ করে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোড়াফেরা করে এবং একসময় সুযোগ বুঝে ভিকটিমকে চেতনানাশক/বিষজাতীয় কিছু পান করিয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে, ভিকটিমের ব্যাটারিচালিত অটোটি নিয়ে উক্ত স্থান হতে পালিয়ে যায়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে, ভিকটিমের ব্যাটারি চালিত অটো রিক্সা বগুড়া সদর থানা এলাকায় আসামী মো: আশরাফুল ইসলাম আশরাফ (৩৭) এর নিকট থেকে উদ্ধার করেন।