
মনিরুজ্জামান ধামরাই, ঢাকা :
ধামরাই উপজেলার ভারারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় বুধবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলী আজগর (৫০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ধামরাই ধুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেল এবং একটি ম্যাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আলী আজগর সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামের নুরুল হক মাস্টারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই (এনজিও) এর জিরানী শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং ধামরাই পৌরসভার বরাতনগর এলাকায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে যে দুর্ঘটনার সময় আলী আজগর জিরানীতে তার অফিসে যাচ্ছিলেন। তিনি বরাতনগর থেকে মোটরসাইকেলে করে বাঙ্গালপাড়া পৌঁছানোর সময় একটি ম্যাক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এসআই মো. আজহার ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও নিহতের কোনও আত্মীয়স্বজনকে সেখানে দেখতে পাননি। পরিবার কোনও অভিযোগ না করায়, মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।