
মনিরুজ্জামান, ধামরাই উপজেলা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওতায় ধামরাই উপজেলার ৪১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উজ্জ্বল ইসলামকে আহ্বায়ক এবং মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. আশিকুর রহমান আকাশ, যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. নুর আলম নয়ন, সুমাইয়া আক্তার, কণিকা আহম্মেদ, সুজন আহম্মেদ; সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আল জুবায়ের, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. জাকারিয়া, তানজিল ইসলাম, নুপুর আক্তার, মো. রক্তিম, মো. জুবায়ের আলম পিয়াশ, মুখ্য সংগঠক পদে রফিকুল ইসলাম রহিত এবং সংগঠক হিসেবে সিয়ামুর রহমান, মো. রুপচান, মো. আজিজুল, মো. ফাহিম, আবু বক্কর সিদ্দিক, মো. জুবায়ের ও মাহফুজ ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই উপজেলা আহ্বায়ক উজ্জ্বল ইসলাম বলেন, “আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। পাশাপাশি সংগঠনটি আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।”