
ধামরাইয়ে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় ইমরান নামে এক বাইক আরোহী নিহত হয়েছে। এসময় মোঃ সিফাত আহম্মেদ নামে এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
২৫শে ফেব্রুয়ারী শনিবার বেলা ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া বিডি থাই কসমো ফ্যাক্টরির সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (২৩) ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের চরখন্ড গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। আহত শিক্ষক সিফাত আহম্মেদ একই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় হিস্যা জালসা উত্তর পাড়া এলাকার বেনজির মাস্টারের ছেলে।মোঃ সিফাত আহম্মেদ (২৮) কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন- দ্রুত গতির মাটিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালামপুর হলি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মোঃ সিফাত আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।