জাতীয় পত্রিকা সরেজমিন বার্তার ধামরাই উপজেলা প্রতিনিধি, আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার যু্গ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্লা রাজুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় সুপরিকল্পিত ভাবে দেপাশাই গ্রামের স্থানীয় মাদকাসক্ত কিশোরগ্যাং এর সন্ত্রাসী দেপাশাই নয়াপাড়ার বাহার উদ্দিন এর ভাগিনা ইব্রাহিমের নেতৃত্বে নয়াপাড়ার সাইদুর মোল্লার ছেলে রাকিব,ফজল মোল্লার ছেলে আওয়াল, পুরান পাড়ার দুদু মিয়ার ছেলে আলামিন সহ আরও ২/৩ জন সাংবাদিক মোঃ ইব্রাহিম মোল্লা রাজুকে ফোন করে দেপাশাই বড়পাড়ায় ডেকে নিয়ে যায়। মোঃ ইব্রাহিম মোল্লা রাজু মোটরসাইকেল যোগে বড় পাড়ায় গেলে সন্ত্রাসবাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে তারা মারতে মারতে টেনে হিচড়ে দেপাশাই বড়পাড়া থেকে শান্তিমার্কেট নিয়ে যায়। এসময় তারা তার সাথে থাকা ৩৪৫০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এলাকাবাসী ঘটনা দেখে তাকে উদ্ধার করে।
পরে তাকে চিকিৎসা দেওয়ার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ পাঠানো হয়।
এই বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী মোঃ ইব্রাহিম মোল্লা রাজু বলেন, তারা কি কারণে আমার উপর এ হামলা করেছে আমি কিছুই জানিনা। তাদের সাথে আমার পূর্ব কোনো শত্রুতাও নেই।