ডেস্ক নিউজ, চট্টগ্রাম ব্যুরো- 'ধর্মের অপব্যাখ্যারোধ ও সহীহ্ আক্বিদার জাগরণে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে ভেরেলী (রহঃ)'র অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নত ওয়ালজামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ.) হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়ালহোসাইনী মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।'
তিনি বলেছেন, 'আজকে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে অনৈক্য হানাহানি। ইসলামকে যে যেভাবে ইচ্ছা অপব্যাখ্যা করে মুসলিম জাতিকেবিভক্ত করছে। এই বিভক্তি, অপব্যাখ্যারোধ করে আহলে সুন্নত ওয়াল জামাআত তথা সহীহ্ আক্বিদার জাগরণ ঘটাতে আলা হযরতইমাম আহমদ রেজা খাঁন ভেরেলী (রহঃ)'র অবদান অনস্বীকার্য। তাই বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ করতে আলা হজরতের আদর্শের বিকল্পনেই।'
শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগেচতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেযা খাঁন ভেরেলী (রহ.)'র ১০৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলা হযরতকনফারেন্সে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, 'অনেক বর্ণচোরা মাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রহঃ)'র দূরত্ব সৃষ্টি করতে চায়। কিন্তুমাইজভাণ্ডার শরীফের সাথে আলা হযরত (রঃ) এর নিবিড় সম্পর্ক রয়েছে। আমি মরক্কোতে আন্তর্জাতিক সম্মেলনেও তার রচিত না'তেরাসুল (দ) পাঠ করেছি। সুন্নীদের মাঝে একতার অভাবের কারণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তার জন্য বাতিল আক্বিদার বিস্তার ঘটছে।'
হযরত ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, 'প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মহান শান-মান ও মর্যাদারক্ষায় আমাদের পূর্বপুরুষরা রক্ত ঝড়িয়েছেন, অসংখ্য আত্মত্যাগ করেছেন। তাই আমাদের উচিত তাদের সে আদর্শকে অনুসরণ করা৷মতপার্থক্য থাকলেও আহলে সুন্নত ওয়াল জামাআতের বৃহত্তর স্বার্থে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।'
পীরে তরিকত শেখ সৈয়্যদ মুসলিম উদ্দীন আহমদ নূরী আল কাদেরীর সভাপতিত্বে এবং নির্বাহী মহাসচিব আল্লামা আ,ন,ম মাসউদহোসাইন আল কাদেরী ও সাংগঠনিক সচিব আব্দুল মতিনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনাবিহার ভারতের মুনায়েম পাক বাজ দরবার শরীফের সাজ্জাদানশীন ও পাটনা বিহার ওরিয়েন্টাল কলেজ আরবি বিভাগের হযরতশাহসূফী প্রফেসর ড. সৈয়দ শামিম উদ্দিন আহমদ মুনায়েমী (মা.জি.আ)।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী, স্বাগত বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলাম মহিউদ্দিন লতীফি আল কাদেরী।
কনফারেন্সে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এরসভাপতি মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, পীরে ত্বরিক্বত হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ সাকিউল কাউসার, মুফতি গোলামমোস্তফা জামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন আল্ ক্বাদেরী, মুফতি অধ্যক্ষ মুহাম্মদ মনির হোসেন, শায়খ সৈয়দ গোলামকিবরিয়া আজহারী, মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা নাজিমুদ্দিন নূরীসহ আরো অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আহলে সুন্নাত যুব পরিষদের সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ সাদেকুররহমান, মাওলানা মিনহাজ সিদ্দিকী, এস এম শুক্কুর সুমন, আয়ুব তাহেরী প্রমুখ।