সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত, আসাদ নুরের বিরুদ্ধে আইনজীবীর মামলা

Logo
ifnews05@gmail.com সোমবার, ২১ ২০২৩, ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো- সোশ্যাল মিডিয়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি ও কুরআন অবমাননাকারী আসাদুজ্জামান নুর প্রকাশআসাদ নুরের বিরুদ্ধে একজন আইনজীবী মামলা দায়ের করেন।

বুধবার (১৬ আগস্ট ) চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালে এই মামলা করা হয়। 

বরগুনা জেলার আমতলী থানার উত্তর টিয়াখালী গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

তার বিরুদ্ধে আইনজীবী মুহাম্মদ রুবেল উদ্দিন (বাদী) ফাইলিং আইনজীবী ফাহাদ বিন তাহের চৌধুরী আদিল গত ১৬ আগস্ট বুধবারচট্টগ্রাম আদালতে সাইবার ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করে মামলাটিকাউন্টার টেররিজম চট্টগ্রামকে তদন্ত পূর্বক দ্রুত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। যাহার সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলানং-৪৭০/২০২৩ (চট্টগ্রাম)। 

আরও জানা যায়, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলায় সার্বিক সহযোগিতা করেন আইনজীবী এইচ আর নাজমি ডেবিট, আইনজীবীআবু রায়হান, আইনজীবী কামরুল কবির আজাদ, আইনজীবী সিরাজুল ইসলাম রিপন ও আসাদ সহ প্রমুখ আইনজীবী। বাদীরবক্তব্য অনুযায়ী গত ৪ আগস্ট ২০২৩ এ রাত ৮ টার সময় বাদী নিজ বাসায় মোবাইলে ফেইসবুক দেখার সময় আসামীর www.com / AsadNoor.v এর Asad Noor’s blog এবং www.facebook.com /Live.AsadNoor লিংক নামীয় আসাদ নুর পেইজ থেকেএকটি বাংলাদেশের নাগরিকের মাঝে শ্রেণি বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে এবং মুসলিম ধর্মীয় অনুভুতিতে আঘাত করার ইচ্ছায় একটি ভিডিওপ্রচার করায়। দেখা যায় যে, আসামী মুসলমানদের “প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম” এরনামে কটুক্তি ও আল-কুরআন অবমাননা করায়, বাদী চট্টগ্রাম বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন এবং বিজ্ঞ আদালত উক্তমামলাটি যথাযথ গুরুত্বের সহিত আমলে নেন। বাদী এবং সাথে থাকা আইনজীবীরা বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম” এর নামে কটুক্তি ও কুরআন অবমাননাকারী এই আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ADVERTISEMENT

ADVERTISEMENT রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের …

ADVERTISEMENT এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে …

ADVERTISEMENT মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ADVERTISEMENT বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী …