শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপ চষে বেড়াচ্ছেন জাসদের নুরুল আকতার 

Logo
ifnews05@gmail.com বৃহস্পতিবার, ৩১ ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ

ওমর ফয়সাল, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম ব্যুরো- আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দ্বীপে সরব হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলজোটের মনোনয়ন প্রত্যাশি নেতারা। ঈদ কোরবান ও জাতীয় দিবসকে সামনে রেখে দ্বীপের হাটবাজারে লাগানো হচ্ছে রঙবেরঙেরপোস্টারও। সন্দ্বীপে আনাগোনা বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের। রাজধানী ঢাকা এমনকি যুক্তরাষ্ট্র থেকেও আগ্রহী প্রার্থীরা প্রতিনিয়ত ছুটেআসছেন চট্টগ্রামের মূলভাগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে। 

এদিকে গত মে মাস থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর পক্ষ থেকে প্রার্থীদিয়ে আলোচনায় আছেন দলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আকতার। তখন থেকে নিজ দলের প্রার্থীর সাথে সন্দ্বীপে দুইশত এরঅধিক পথসভা ও গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দল ও নিজের পরিচিত তুলে ধরার সাথে সাথে সন্দ্বীপের সমস্যা ও সম্ভাবনারকথা তুলে ধরছেন দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক নুরুল আকতার।এছাড়া সন্দ্বীপের প্রতিটি ওয়ার্ডে জাসদকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আগস্টের শুরুতে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সেকরেছেন প্রতিনিধি সম্মেলন। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে ঢাকা থেকে সন্দ্বীপে এসে বিভিন্ন হাট বাজারে নেমে পড়ছেনগণসংযোগে। গত শনিবার ও রবিবার দক্ষিণ সন্দ্বীপের শিবেরহাট, কাজীপাড়াসহ সারিকাইত মাইটভাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষেরসাথে গণসংযোগে মিলিত হয়েছেন। 

আগামী ১ অক্টোবর সন্দ্বীপ আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জাসদের থানা সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। থানা সম্মেলনকে সামনে রেখে ২১ আগস্ট অনুষ্ঠিতহয়েছে ৮ টি ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন। এছাড়া ২৮ আগস্ট বাকী ৭ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছেবলে জানিয়েছেন জাসদের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল আকতার।

ADVERTISEMENT

ADVERTISEMENT মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে …

ADVERTISEMENT সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার …

ADVERTISEMENT ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ …

ADVERTISEMENT ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে …