
মোঃ রিপন হাওলাদার
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক পুনরুত্থান’ পত্রিকার প্রকাশক ও সম্পাদককে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
গত ২৩ আগস্ট (শুক্রবার) বিকেলে ‘দৈনিক পুনরুত্থান’ পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম সবুজকে বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক পুনরুত্থান’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সবুজকে গত ২৩ আগস্ট বিকেল ৩টা ২০ মিনিটে তার বাসভবনের সামনে একদল সংঘবদ্ধ দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।
এ ঘটনার পরেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানানো হয়েছে।ঘটনার বিষয়ে ভূক্তভোগী সম্পাদক ও প্রকাশক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে থাকি এতে সমাজ বিধ্বংসীদের মূখোশ উন্মোচিত হয় তাদের আসল রুপ সমাজে প্রকাশ পায় আর তারাই হয়তো কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এমন আক্রোশী কর্মকাণ্ড ঘটাতে পারে।আমরা কারো প্রতিপক্ষ নয়,সমাজ সংস্কারে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।