
মোঃ রিপন হাওলাদার
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা থার্ড আই সলিউশন্স লিমিটেডের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।
১৬ জুন শুক্রবার সকালে ঢাকাস্থ গুলশান শুটিং ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সংস্থা বলছে, কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হচ্ছে প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর পরিবেশে ছোট বড় কর্পোরেট হাউজে কর্মরত ব্যক্তিদের পুল খেলার দক্ষতা প্রদর্শনী।তাদের নিজেদের মাঝে নেটওয়ার্কিং ও যোগাযোগের একটি সক্রিয় প্লাটফর্ম তৈরি করা।
এছাড়াও দেশে প্রথমবার আয়োজিত হওয়া এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কর্পোরেট স্পোটিং ইভেন্টকে নতুনভাবে সঙ্গায়িত করবে এবং অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব ও ক্রীড়া প্রবণতা বৃদ্ধি করবে বলে আশা করেন সংস্থাটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ আর হোসাইন,ইন্ডিগো’র স্বত্বাধিকারী ও বিবিএস ক্যাবলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট শেখ আমিনুর রহমান চঞ্চল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থার্ড আই সলিউশন্স লিমিটেড উপস্থিত বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্পোরেট প্রোফেশনাল এবং পুল খেলায় উৎসাহিদের ধন্যবাদ জানায়।
প্রতিযোগীদের অংশগ্রহণে উত্তেজনাপূর্ণ এই খেলার মধ্য দিয়ে নেটওয়ার্কিং এর ক্ষেত্র তৈরি করে চ্যাম্পিয়নশিপটি এক স্মারক হয়ে থাকবে বলে বিশ্বাস করেন আয়োক সংস্থার নীতি নির্ধারকরা।