
দেবীদ্বার পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান সর্বস্তরের জনগণের নিকট দোয়া প্রার্থী
শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা রিপোর্টার
কুমিল্লা দেবীদ্বার পৌরসভা নির্বাচনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলির সদস্য ও দেবীদ্বার পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে ও সাধারন জনগনের পাশে থেকে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ফলে দেবীদ্বার পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটা নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। আগামী পৌর নির্বাচনে তার বিজয়ের সম্ভবনা অত্যন্ত উজ্জল সম্ভবনা রয়েছে।
জানা গেছে,আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাহার বাবা ছিলেন মেম্বার ও তাহার ছোট ভাই মৃত হোসেন চেয়ারম্যান ছিলেন এবং তিনিও পৌরসভা হওয়ার আগে এককালিন রানিং চেয়ারম্যান ছিলেন সব মিলিয়ে তাদের পরিবার অনেক আগে থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এলাকায় তাদের ব্যাপক সামাজিক পরিচিতি রয়েছে।
তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে অনেক আগে থেকেই সম্পৃক্ত।তিনি বিএনপি সরকার আমলে দেবীদ্বারে সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ায় আওয়ামীলীগের জাতীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দের সঙ্গে তার রয়েছে গভীর ও নিবিড় সম্পর্ক। একজন সৎ, যোগ্য ও ভালো মানুষ হিসেবে তার একটা ব্যক্তি ইমেজ রয়েছে সর্ব মহলে। আগামী নির্বাচনে পৌরসভা থেকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি।
পৌরবাসীর অভিমত সবকিছু বিবেচনায় আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তারই বিজয়ী হবার উজ্জল সম্ভবনা রয়েছে। তাকে একজন শক্ত ও জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেবীদ্বার পৌরবাসীর কাছে দলমত নির্বিশেষে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা কাশেম চেয়ারম্যান বলেন,আগামী পৌর নির্বাচনে আমি আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবো। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে দেবীদ্বার পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ।
জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে দেবীদ্বার পৌরসভার অবহেলিত জনগণের সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই,আমার বয়স হয়েছে আমার শেষ ইচ্ছা মৃত্যুর আগে দেবীদ্বার পৌরবাসীর জন্য মন থেকে একটা কিছু করে যেতে চাই। আমি পৌরবাসীর নিকট দোয়া প্রার্থী।