এডভোকেট ইউসুফ আজগর প্রতিষ্ঠিত এতিমখানায় এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার ১৪ জুলাই)। ২০১৯ সালের ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কুমিল্লা দেবীদ্বার উপজেলা ৯নং উত্তর ইউনিয়ন জাতীয় উন্নয়নের পার্টির উদ্যোগ সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট ইউসুফ আজগর প্রতিষ্ঠিত হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা ও আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
শ্রমিক নেতা মমতাজ উদ্দিন মজুমদারের পরিচালনায় মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট ইউসুফ আজগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ওমর ফারুক,দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার খান, দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ হারুনুর রশিদ সরকার, দেবীদ্বার উপজেলা যুব সংহতির সভাপতি রবিউল হাসান রনি,দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এরশাদ সরকার,সহ আরো উপজেলা ও ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট ইউসুফ আজগর বলেন উন্নয়ন-সমৃদ্ধি-সংস্কার কর্মসূচিতে দেশ পরিচালনার ইতিহাসে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এরশাদ। তার দু’টি কালজয়ী স্লোগান হচ্ছে ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এবং ‘মুক্তিযোদ্ধারা এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান’। গ্রামের অভূতপূর্ব উন্নয়নের জন্য তিনি ১৯৮৬ সালের ৬ অক্টোবর ঢাকার শেরে বাংলা নগরে বিশাল কৃষক সমাবেশে ‘পল্লীবন্ধু’ উপাধি পান।
তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। উন্নয়ন, সমৃদ্ধি ও সংস্কারে তিনি এদেশের সব খাতেই অবদান রেখেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে যেভাবে জায়গা করে নিয়েছেন, তা অমলিন থাকবে চিরকাল।