দেবীদ্বারকে ২০৩১ সালের মধ্যে স্মার্ট দেবীদ্বার রূপান্তরিত করব নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লার দেবীদ্বারে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা বিনিয় করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানগণ। এসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাধারন জনতা ও স্থানীয় নেতা-কর্মীরা। শনিবার (৮ জুন) উপজেলার বড়শালঘর ইউনিয়নে সৈয়দপুর বাজারে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
শুভেচ্ছা বিনিময় সভায় মোহাম্মদ শফিউল্লাহ সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপির সাথে আরও উপস্থিত ছিলেন,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইসলাম তুষার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তানজিম হাসান হাজী তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান রনি,দুবাই প্রবাসী মো মামুনুর রশীদ,মো শাহজাহান হাজারী,মো আলম হাজারী মেম্বার প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে মামুনুর রশিদ বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ও আমার পরিবার সারা জীবন আপনাদের পাশে থাকবো। দেবীদ্বারকে ২০৩১ সালে মধ্যে স্মার্ট দেবীদ্বার হিসেবে রূপান্তর করব,ও দেবীদ্বারে সন্ত্রাস ও মাদক মুক্ত বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।
প্রসঙ্গত, গত ২৯ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মো. মামুনুর রশিদ দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুলাহ আল কাইয়ুম ভাইস চেয়ারম্যান এবং শাহিনুর বেগম লিপি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।