রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

দূর্গাপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Logo
Desk Report 2 শনিবার, ৩০ ২০২৪, ৮:০২ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) উপজেলার মহিলা ডিগ্রী কলেজের হলরুমে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির প্রশিক্ষণের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী দূর্গাপুর উপজেলার আমীর মাস্টার সাইফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ার্ড সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজকে আরো গতিশীল করতে হবে।
তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর।

উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা নুর আলম প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে দাওয়াতে ইল্লাল্লাহ বর্তমান প্রেক্ষিত, বাইয়াত বিল্লার গুরুত্ব ও পদ্ধতি, ইসলামী আন্দোলনের কর্মীদের গুনাবলী, দারসুল কুরআন নিয়ে আলোচনা করেন।
দূর্গাপুর উপজেলা কর্ম পরিষদদের পরিচালনায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তৃতার বিষয় ছিলো জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, দাওয়াত। ইয়ানত, ইসলামী আন্দোলন, কর্মীর বৈশিষ্ট্য, কর্মীদের মাসিক প্রোগ্রাম, কর্মী বৈঠকের কর্মসূচি, ব্যক্তিগত রিপোর্টের গুরুত্ব ও বিষয়াবলী। পরে উপস্থিত বত্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে দুপুর ২টায় কর্মী শিক্ষা শিবির সমাপ্তি ঘোষণা করা হয়।

ADVERTISEMENT

অনুষ্ঠানে দূর্গাপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …