

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো- দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। দুর্নীতি ও দুর্নীতিবাজকে বয়কট করতে হবে। দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারী এণ্ড এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত র্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত ‘দুর্নীতি বিরোধী র্যালি’ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান এসব কথা বলেন।
সিভাসু উপাচার্য আরও বলেন, দুর্নীতিমুক্ত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এসময় তিনি সকলকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এসময় পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়া এবং সমন্বয়ক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।