
মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজনদের সাথে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক আফিয়া আখতার স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতে আমীর মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজাদ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জুবায়েদ হোসেন, বিএনপি নেতা আশরাফুল কবির ভূলু, ছাত্রদল নেতা ঈমন আহমেদ সুমন, এডভোকেট এনামুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক চয়েন উদ্দিন শেখ, উপজেলা প্রকৌশলী মাশুক-ই মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, প্রানি সম্পদ অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় যোগ দেওয়ার আগে জেলা প্রশাসক থানা ও ইউএনও অফিস পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করা হয়। পরে উপজেলা পরিষদের ক্ষণিকালয় ওয়েটিং রুমের উদ্বোধন করেন তিনি।
সভায় বক্তারা রাজশাহী জেলা প্রশাসকের কাছে দুর্গাপুর উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধান করা হবে বলে জানিয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।