রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

দুর্গাপুরে বিএনপির প্রয়াত নেতা নাদিম মোস্তফার মিলাদ মাহফিলে নেতাকর্মীদের ঢল

Logo
Desk Report 2 শনিবার, ৩০ ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত নেতা এ্যাডভোকেট নাদিম মোস্তফার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল দেখা গেছে ।

শনিবার ( ৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ধানহাটা মাঠে দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামারুজ্জামান আয়নাল সভাপতিত্ব করেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, এ্যাড. নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতে আমীর সাইফুল ইসলাম, পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক মো.কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক যুবদলের চয়েন উদ্দিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এ্যাডভোকেট নাদিম মোস্তফার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, দু:সমায়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে চিরজীবী হয়ে বেঁচে থাকবে নাদিম মোস্তফা। অনুষ্ঠানে এ্যাডভোকেট নাদিম মোস্তফার সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। শেষে মরহুম প্রয়াত এমপি নাদিম মোস্তফার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ADVERTISEMENT

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …