সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আপন ভাই গ্রেপ্তার

Logo
Desk Report 2 শুক্রবার, ০১ ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনার মুল অভিযুক্ত আপন ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার মোটিভ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃত আব্দুল গাফফার (৪৮) সম্পর্কে নিহত আম্বিয়া খাতুনের আপন বড় ভাই। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছেন আব্দুল গাফফার।
এ ঘটনায় আম্বিয়া খাতুনের আরেক ভাই আবু তালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা আম্বিয়া খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধি হওয়ায় তার নামীয় জমি লিখে নিতে চাইতো আপন বড় ভাই আব্দুল গাফফার। জমি লিখে দিতে অপারগতা প্রকাশ করে আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর রাতে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে আব্দুল গাফফার।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম।

 

ADVERTISEMENT

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। তদন্তে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃত মুল আসামী আব্দুল গাফফার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …