শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

দুবাইয়ে খাজা আব্দুর রহমান চৌহরভী (রহ.) ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) বার্ষিক ওরশ শরী

Logo
Desk Report 2 শনিবার, ১৩ ২০২৪, ৪:১০ অপরাহ্ণ

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধিঃ

গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই ইন্টারন্যাশনাল সিটি আহবায়ক কমিটির আয়োজনে হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী (রহ.) ও আওলাদে রাসুল (দ.) রহনুমায়ে শরীকত ও তরীকত,মুর্শিদে বরহক,গাউসে জামান,হাদীসে দ্বীন ও মিল্লাত, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ১১ জুলাই) দুবাই ইন্টারন্যাশনাল সিটি নাহিদ আল মদিনা রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত সভায় কমিটির আহবায়ক মোহাম্মদ জানে আলম সভাপতিত্ব করেন। সদস্য সচিব কাজী শওকত হোসেন সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ রবিউল হোসেন। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ সিরাজুল হক আল কাদেরী। বিশেষ অতিথি মোহাম্মদ শাহা আলম,হাফেজ হেলাল উদ্দিন, মৌলানা আলাউদ্দিন আল আজাদ, মৌলানা আলী আকবর, মৌলানা সেলিম, হাফেজ রিয়াজ, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

মোহাম্মদ এরশাদ,মো: ইছমাইল,মো: আবু ছালেক,মো: হেলাল মো: এরশাদ,মো: জোনায়েদ, মো: এরশাদ , মো: নাজিম, মো: হেলাল আনোয়ার,মো: খোরশেদ মো: লোকমান, মো: মাসুদ মো: শফিক, মো: শাকিল খন্দকার, মো: জমির, মোহাম্মদ ফরমান, মো: ইব্রাহিম, মো: সাগর,মো: তাজউদ্দীন, মো: নয়ন প্রমুখ।
মিলাদ কিয়াম পরিচালনা করেন আলাউদ্দিন আল আজাদ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ সিরাজুল হক। মোনাজাত শেষে প্রায় তিন শতাধিক লোকের মাঝে তবারুক বিতরণ করা হয়।

দুবাইয়ে খাজা আব্দুর রহমান চৌহরভী (রহ.) ও আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা.) বার্ষিক ওরশ শরীফে আমন্ত্রিত অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ ।

ADVERTISEMENT

মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে এ …

সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে লিফলেট …