বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

দুই ভাইয়ের মধ্য কলহ তৃতীয় পক্ষের মামলা! মীমাংসা হতে গুনতে হবে ৬ লক্ষ টাকা

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ০৪ ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ

কাঠালিয়া প্রতিনিধি
মোঃ মাহফুজুর রহমান গাজী

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রামপুর গ্রামের জলিল মৃধার ছেলে রাসেল মৃধা এবং জব্বার মৃধার ছেলে বজলু মৃধা (সম্পর্কে দুজন চাচাতো ভাই) দাদার জমি নিয়ে এদের দুজনের মধ্য ৭ নভেম্বর ২০২২ তারিখে তর্কবিতর্ক হয়।

তখন উত্তেজিত হয়ে একে অপরের গায়ে হাত তুলে। এই ঘটনায় বাদী হয়ে রাসেল কাঠালিয়া থানায় বজলুর ভাই মজলুকে ১ নং আসামি দিয়ে মামলা করেন। এবং বজলু বাদী হয়ে রাসেলের নামে আদালতে দুটো মামলা করেন, উভয় পক্ষ মিমাংশ হয়ে বজলু আদালত থেকে মামলা তুলে নিলে তৃতীয় পক্ষ বজলুর ভাইয়ের ডিভোর্সি স্ত্রী লাখী বেগম বাদী হয়ে আদালতে রাসেল সহ ৮ জনার নামে মামলা করেন।

রাসেল ও মজলু নিজেদের মধ্য কলোহ নিষ্পত্তি করে মামলা তুলতে চাইলে উভয় পক্ষের কাছে লাখী ৬ লক্ষ টাকা দাবী করেছেন বলে অভিযোগ করেছেন রাসেল ও মজলু।

রাসেল বলেন, আমাদের দাদার জমী নিয়ে আমাদের ভাইদের মধ্য জামেলা হয়েছে, আমরা মিলেও গিয়াছি। ভিতর থেকে আমার চাচাতো ভাইয়ের ডিভোর্সি স্ত্রী লাখী বাদী হয়ে আমাদের নামে মামলা করে আমাদের উভয় পক্ষকে হয়রানী করছে, মামলার মিমাংশ করার কথা বল্লে আমার কাছে ৩ লক্ষ টাকা দাবী করে।

এ বিষয়ে মজলু বলেন, আমাদের দাদার জমী নিয়ে দুই ভাইয়ের মধ্য জামেলা হয়েছে, আমরা মিলেও গিয়াছি, ভিতর থেকে আমার ভাইয়ের ডিভোর্সি স্ত্রী লাখী বাদী হয়ে রাসেলের নামে মামলা করে আমাদের উভয় পক্ষকে হয়রানী করছে, মামলার মিমাংশ করার কথা বল্লে আমার কাছে ৩ লক্ষ টাকা দাবী করে।

এ বিষয়ে লাখী বেগম বলেন, আমার ছেলেকে মেরেছে তার জন্য আমি মামলা করেছি, রাসেলের কাছে আমি কোনো টাকা চাইনি। মজলুতো আমার পক্ষের লোক ওর কাছে কেন টাকা চাইবো।

ADVERTISEMENT

নিউজ ডেস্কঃ মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্‌ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে …

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল …

গত ৫ ই নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস …