
দুই বাচ্চা ছেলে সহ স্ত্রী খুন।
সোহাগ :
টাঙ্গাইল জেলায় দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে দুই ছেলে সহ স্ত্রীর খুন। দেলদুয়ার উপজেলায় দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে শাহেদ (৩৫) নামের এক যুবক ০৬/০৫/২০২৩ইং শনিবার আনুমানিক বিকেল ৪:৪০ থেকে ৫:৪০ এর মধ্যে তার স্ত্রী মনিরা বেগমকে (২৮)গলায় পাটের রশি দিয়ে ধন্যার সাথে বেঁধে শ্বাস রোধ করে হত্যা করেন।
এবং বড় ছেলে মুশফিক (৮) এবং মাশরাফিকে (৩) হাত দিয়ে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। অভিযুক্ত শাহেদ (৩৫) প্রচুর পরিমাণে মাদকাসক্ত তিনি মাদকের জন্য প্রায় প্রতিনিয়ত তার স্ত্রীকে হাত তুলতেন এবং শারীরিক ও মানসিক অত্যাচার করতেন। উক্ত অভিযুক্ত শাহেদের পিতা ফজলুর রহমান (৫৮)দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড চকতৈল গ্রামের সাবেক মেম্বার ছিলেন। মৃত মনিরা বেগমের ভাই আলামিন(৩৭) জানান শাহেদ পরিকল্পিত ভাবে তার স্ত্রী এবং দুই ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে দেলদুয়ার থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন এখনো তদন্ত অব্যাহত রয়েছেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন তদন্ত শেষে সাংবাদিকদের তিনি সব তথ্য দিবেন।