
ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া ৫ এপ্রিল ২০২৩ বুধবাব,বগুড়া ৩ং রেলগেট ছাতা পট্টি ও হারেক আলী মার্কেট দোকান মালিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । দীর্ঘ ৯ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো । মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আলহাজ্ব মো: মোখলেসার রহমান । সহ সভাপতি ২ পদের বিপরীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন । অন্যান্য পদ গুলোর মধ্যে সাধারণ সম্পাদক ১ টি পদের বিপরিতে ২ জন,সহ সাধারণ সম্পাদক ২ টি পদে ৪ জন, সাংগঠনিক ১টি পদে ২ জন,কোষাধ্যক্ষ ২ জন,প্রচার সম্পাদক পদে ২ জন,ধর্ম বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য ৫ টি পদের বিপরীতে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন । মোটা ভোটার সংখ্যা ১০৪ জন এর মধ্যে ১০০% ভোটারদের ভোট সংগ্রহ হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুল্লাহ আল মাশরাফি । সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১: ২০ মিনিটে সবগুলি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । সহ সভাপতি মোন্তেজার রহমান (হরিণ) ও হাজী নুরুজ্জামান (ছাতা) সাধারণ সম্পাদক মুসা ইকবাল বাদশা (চেয়ার) সহ-সাধারণ সম্পাদক নিরাঞ্জন বসাক (মোটরসাইকেল) ও শাকিল পাইকার (তালা চাবি),সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ (মোরগ),কোষাধ্যক্ষ বজলুর রশিদ (কলস),প্রচার সম্পাদক আবু হাসান (ঘোড়া) ধর্মীয় সম্পাদক জাফরুল ইসলাম (বাই সাইকেল) সদস্য পদে ইমরান হোসেন ইমন (মাছ),জাহিদুল ইসলাম (হাতুড়ি), মকবুল হোসেন (কাঁঠাল), স্বপন চন্দ্র দাস (প্রজাপতি), শফিকুল ইসলাম নান্না (ফুটবল) মোট ১১ জোন প্রার্থী বিজয়ী হন । ভোট কেন্দ্রের নিরাপদ,সুন্দর পরিবেশ বজায় রাখতে এবং ভোটাররা যেনো সুষ্ঠু ভাবে ভোট প্রদান করতে পারে সে বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির একটি টিম ।