দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একই সাথে গত ২৯.০৯.২০২৪ তারিখে গঠিত দীঘিনালা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
৮ জানুয়ারি সকাল ১০টায় দীঘিনালা বোয়ালখালী বাজারস্থ দীঘিনালা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সকলের উপস্থিতিতে এবং সকলের মতামত ও সম্মতিক্রমে দ্বি-বার্ষিক মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সকলের মতামত ও সম্মতিক্রমে মো. সোহেল রানাকে সভাপতি, মো. আল-আমিনকে সহ-সভাপতি, কাজী হাবিব উল্লাহ রানাকে সাধারণ সম্পাদক, এম মহাসিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, মো. আলমগীর হোসেনকে কোষাধ্যক্ষ এবং মো. আক্তার হোসেন ও মো. ওসমান গনীকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন, দীঘিনালা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. সোহেল রানা।
উল্লেখ্য, গত ২৯.০৯.২০২৪ তারিখে তিন মাস মেয়াদি দীঘিনালা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি ও সদস্যের মতামত ও সম্মতিতে ০৮.০১.২০২৫ তারিখ সকাল ১০টায় দ্বি-বার্ষিক মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ মেয়াদ গঠনের তারিখ থেকে আগামী ২ বছর বলবৎ থাকবে।