
কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
তারিখ- ০৮.০৩.২৫
এ যেন “মরার উপর খাঁড়ার ঘা”। ছয় মাসের মাথায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার আনুমানিক রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানাযায়।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসী, টেলিকমের দোকান সহ আনুমানিক ১০ টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানাযায়। এতে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে আগুণ লাগার কারণ জানা না গেলেও ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দীঘিনালার লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক আড়াই টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের ১৯ তারিখে দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ো লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিলো সকল সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।