কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে পূনর্বাসন ও গৃহ নির্মাণের জন্য সহায়তা হিসেবে ঢেউটিন দিয়েছে ২০ ইসিবি।
শনিবার দুপুরে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর নির্দেশনায় উপজেলার ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব অর্থ ও ঢেউটিন বিতরণ করেন, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আসিফ আহমেদ তানজিল (পিএসসি)।
৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর আওতাধীন ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের এই মানবিক সহায়তায় পেয়ে রেবতী চাকমা, শিফতী চাকমা ও আমেনা বেগম জানান, বন্যায় প্লাবিত হয়ে তাদের বাড়িঘর ভেঙে যায় এই সময় সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় পেয়ে তারা অনেক খুশি।