কাজী হাবিব উল্লাহ রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষাপদক ২০২৪ এর নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষাপদক ২০২৪ বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফ উদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক পত্রে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত ব্যক্তিরা হলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম বদিউজ্জামান (জীবন), শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আকলিমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জগন্ময় ত্রিপুরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা সুধির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লিলিকা ত্রিপুরা, শ্রেষ্ঠ কাব শিক্ষক বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাপ্পু ত্রিপুরা, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী পলাশ ত্রিপুরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।