কাজী হাবিব উল্লাহ রানা,
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের দুর্গম লম্বাছড়া এলাকায় “জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ” উদ্ধোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মেরুং ইউপির লম্বাছড়া এলাকায় নির্মিত স্কুল এন্ড কলেজে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানাযায়, লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ ৬ষ্ঠ শ্রেণির ৪০ জন শিক্ষার্থী নিয়ে আজ থেকে পাঠদান শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছলে এখানকার মানুষ নিজেদেরকে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজে আজ থেকে শিক্ষা কর্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এখানে পাঠাগার ও ল্যাব স্থাপন করা হবে। এই দুর্গম লম্বাছড়া একদিন মডেল গ্রামে রুপান্তর হবে বলে আশা করি।
এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) রুমানা আক্তার, আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়নময় ত্রিপুরা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভূমি দাতা শান্তিবালা ত্রিপুরা ও অভিভাবকের পক্ষ থেকে যতীন বিকাশ চাকমা বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা পরিষদ মাঠে অফিসার্স লং টেনিস ও ভলিবল প্লে-গ্রাউন্ডের উদ্ধোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক।