
কুষ্টিয়া প্রতিনিধি: এস এম বাদল
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ মোঃ আবু জাফর মোল্লার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চেম্বার ভবন ৪র্থ তলা এম.আর.এস মিলনায়তনে চেম্বার অব কমার্সের সকল সদস্যের উপস্থিতিতে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি, হাজী শাকিল আহমেদ জালাল সহ-সভাপতি। চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবে মোকারম হোসেন মোয়াজ্জেম, মেজবার রহমান, খন্দকার জিয়াদুল হক, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, এস এম আলমগীর আলম, রাকিবুজ্জামান সেতু, ডা. আসমা জাহান লিজা, আব্দুল কাদের জুয়েল, আলহাজ্ব ওমর ফারুক, মোঃ শাহবুদ্দিন, মিজানুর রহমান, মামুনুর রশিদ, মাহবুবুর রহমান টিপু, এস এম কাদেরী শাকিল, রুহুল আমিন, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, কাজী রফিকুর রহমান সহ আরো অনেকে। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৩ -২০২৫ মেয়াদের পরিচালনা পরিষদের প্রথম বার্ষিক সাধারণ সভা যাক জমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসুচী হিসাবে ছিল শোক প্রস্তাব, গত ০৬.১১.২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তবলী পাঠ ও অনুমোদন। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৩-২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন পাঠ। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ১লা জানুয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ হতে ৩১শে ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত (১২ মাসের) নিরীক্ষিত হিসাব বিবরনী ও নিরিক্ষকের প্রতিবেদন পর্যালোচনান্তে অনুমোদন। দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ফিস নির্ধারন। সবশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার জয়লাভ করেন নাজ জুয়েলার্স এর স্বত্বাধিকারী জাফরউল্লাহ খান। দ্বিতীয় পুরস্কার জয়লাভ করেন রুহুল ফিলিং স্টেশন ও ভাই ভাই অটোমোবাইল এর স্বত্বাধিকারী মোছাঃ আফসানা আমিন। তৃতীয় পুরস্কার জয়লাভ করেন তাবাসসুম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী তাবাসসুম ইসলাম তমা।