মোঃ সাকিবুল হাসান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এ্যাডভান্সমেন্ট- দিয়া’র প্রধান কার্যালয়ে গৃহায়ণ তহবিলের মাঠ পর্যায়ে উপকারভোগীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০ নভেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকার সময় দিয়া’র প্রধান কার্যালয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়া একে ভবনের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমজাদ হোসেন খান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও সদস্য সচিব, গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আক্তার উদ্দিন মেহেদী, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশন ব্যাংক, গৃহায়ণ তহবিল। ও জনাব মোঃ আবুল কাশেম, নির্বাহী পরিচালক, দিয়া, কুমিল্লা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুজ্জামান, পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও ফান্ড ম্যানেজার, গৃহায়ন তহবিল।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, দিয়া সংস্থার নির্বাহী কমিটির সহ-সভাপতি, জনাব মো: আ: আলিম ভূঁইয়া। দিয়া’র পরিচালক নাছরিন আক্তার। উপ-পরিচালক মোঃ আবুল বাশার। নির্বাহী কমিটির সাধারণ সদস্য নূসরাত জাহান। মনিটরিং অফিসার মোঃ সুমন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, হেড অফিস একাউন্টেন, টিটন চন্দ্র পাল। শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, কামরুল ইসলাম, মোতালেব হোসেন, রিপন দেবনাথ, সাইফুল ইসলাম, মোঃ সাকিবুল হাসান, রুবেল হোসেন, নাহিদ হাসান, আলামিন হোসেন, কাউছার আহমেদ প্রমুখ।