
এসএম রুবেল,
চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
পাথরের নীচে চাপা পরে যাওয়া
সেই ইতিহাস বরবাদ;
জীবাশ্ম ছাপ খোঁজে পরিমাপ
সভ্যতার শুরুবাদ,
ক্ষুদার্ত যাপন মানুষ আপন
হাত দিয়ে মাত করে,ন
ছিনিয়ে নিয়েছে তার যাকিছু দাবী আর প্রকৃতির ঘাড় ধরে!শিকার করেছে,পেলেছে পশুপাল
চষেছে মাটির জঠর,
গড়েছে সে দাস নগর,গ্রামে ভুমিদাস
আর আজ মজুর দাসের শহর,
বর্বরতা ফেলে,রাজকীয় ইতিহাস ঠেলে সে পেয়েছে বিজ্ঞানের বরাভয়,
পৃথিবীতে শিল্প মানুষ,শিল্পের পথে
স্বর্গকে করেছে জয়!
সেই আদিম মানুষের আদিম হাতিয়ার
আর আদিম খোঁজাখুঁজি,
মিলেছে এসে অবিরাম চলা শেষে
আজকের দুনিয়ায় সোজাসুজি,
তবু আজও হায়,এই দুনিয়ায়
লজ্জারাই শাষণের উদ্ধত মাথা,
অধিকাংশের ধ্বংস স্তুপে শোভা পায়
অল্পাংশের রক্ত খেকো সভ্যতা!
তাই সভ্য দুনিয়ার সত্যিরা
বারবার সভ্যতাকে করে মাটি,
উঁকি মারে কঙ্কালসার মা’র কোলে
হাড় জিরজিরে ছেলে,
আর হাতে খিদে মাখা পোড়া বাটি!
তবু এ সভ্যতার ঢাকের কাঠি
খাটি মধ্যবিত্ত পরিহাসে,
খিদের জঠরে এই অভাবটারে
স্বভাব বলে ব্যাঙ্গের হাসি হাসে,
কোথা থেকে এলো মা’য়ে ছেলে মিলে
পোড়া বাটি ধরা এ স্বভাব,
শূণ্যচিত্ত মধ্যবিত্তের জ্ঞান সাগরে
নেই তার কোনো জবাব!!!(শঙ্খচিলক্ষুদার্ত যাপন মানুষ আপনহাত দিয়ে মাত করে,ক্ষুদার্ত যাপন।