
রিপোর্টার সজীব
নিটল মটরস লিমিটেড আয়োজিত ডেমরা,সারুলিয়া,গলাকাটা ব্রিজ সংলগ্ন সবুজ মোটরস্ ওয়ার্কস্ এন্ড বডি বিল্ডার্র গ্যারেজ দিনব্যাপী বন্ধু সেবা সার্ভিস ক্যাম্পেইন করা হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন এরিয়া সেলস্ ম্যানেজার মাহবুব মেহেদী জিন্নাহ এবং সবুজ মোটরস্ এর প্রোপাইটর মোঃ সবুজ । আরো উপস্থিত ছিলেন এরিয়ায় সিনিয়র কর্মরত বিক্রয় কর্মীগণ এবং সার্ভিস টিম ও সম্মানিত গ্রাহক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুব মেহেদী জিন্নাহ। সকল গাড়ির মালিক ও ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই নিটল মটরস্ এর পরিবার। তাই আপনাদের গাড়ি সার্ভিস এর পাশাপাশি সকল ড্রাইভার ভাইদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যে সকল উপস্থিত গাড়ির সার্ভিস করা হয় সেই সকল ড্রাইভারদের অনুরোধ করে ফ্রি মেডিকেল চেকআপ করা আহ্বান করেন এরিয়ার সেলস্ ম্যানেজার মাহবুব মেহেদী জিন্নাহ । আরো বক্তব্য রাখেন সম্মানিত গ্রাহক মোঃ খোরশেদ আলম, মেসার্স মদিনা ওয়েল ট্রেডার্স। তিনি বলেন আমি বিগত ১৫ বছর যাবত গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি । আমি বিগত ১৫ বছরের ভিতর এরকম বন্ধু সেবা দেখিনি। তিনি আরো বলেন, “এত সুন্দর ভাবে গাড়ি সার্ভিস হয়েছে তাতে করে মনে হলো আমার গাড়ির আরো দীর্ঘ আয়ু বেড়ে গেছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী টাটা গ্রাহকদের গাড়ি ফ্রিতে বাম্পার টু বাম্পার সার্ভিস প্রদান করা হয় এবং বিভিন্ন পার্টস এর ওপর ৭৫% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে । এছাড়াও নিটল মটরস্ লি: এর পক্ষ থেকে বিভিন্ন রকমের আকর্ষণীয় গিফট প্রদান করা হয়েছে ।