মোঃ আবদুল রহিম চৌধুরী:
আজ ১২ আগস্ট ২০২৪
ফেনীর দাগনভূঞা থানা পুলিশের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এর ব্যক্তিগত পক্ষ থেকে সোমবার একটি ডেক্সটপ, প্রিন্টারসহ কম্পিউটার প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন এ সময় উপস্থিত থেকে থানার ওসি আবুল হাসিমের নিকট উক্ত কম্পিউটার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন আকবর, ওসি তদন্ত রাসেল মিয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, দাগনভূঞা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক নুর হোসেন সহ দাগনভূঞায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট অজ্ঞাত দূর্বৃত্তদের হামলায় থানায় অগ্নি সংযোগ করলে দুটি কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এক্ষেত্রে দৈনন্দিন কর্মকান্ড মারাত্নক ব্যাঘাত সৃষ্টি হয়।