রাইসুল ইসলাম রাজু, (দশমিনা)প্রতিনিধিঃ
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন “
সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা.নাফিজা নাজ নিরা’র সভাপত্বিতে পটুয়াখালীর দশমিনায় মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশমিনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান ঝন্টু, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান সাগর, রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ,চরবোরহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজির আহম্মেদ সরদার, বহরমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. শহিদুল ইসলামসহ সাত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্ত মাওলানা মহিউদ্দিনসহ সাত ইউনিয়ন পরিষদের সাত জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।