রাইসুল ইসলাম রাজু,দশমিনা (পটুয়াখালী):
পটুয়াখালীর দশমিনায় আড়াই কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ।
শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আরজবেগী বাজারের মোঃ রফিক হাওলাদারের ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার আয়ূব আলীর ছেলে রফিক হাওলাদার (৪৪) ও তার স্ত্রী পারুল বেগম (৪২) এবং জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোট শিবা গ্রামের সেলিম সিকদারের স্ত্রী হোসনে আরা রুমা (৪৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দশমিনা থানার এসআই আবদুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাজারে রফিকের ঘরের মধ্যে গাঁজা ক্রয়-বিক্রয়কালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় ওই ঘরের মধ্য থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এবিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।