দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ মাহাবুব আলম ( সুমন ) কে সম্মাননা স্মারক প্রদান করে শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ( নূরুল ইসলাম নাহিদ,সহ ) সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অন্য অন্য সদস্যবৃন্দ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৯: টায় সদ্য যোগদানকৃত কর্মকর্তাকে তার থানায় প্রবেশ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের একঝাঁক গণমাধ্যম কর্মী শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রায় ৩৫ জন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া গণমাধ্যম কর্মী।
এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম সুমন প্রেসক্লাবের সাংবাদিক সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের উন্নয়নে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।