
হাবিবুর রহমান হাবিবঃ
তেজগাঁও ইউনিটের বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মশিউর রহমানের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে। তার দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছেন বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ঢাকা) মহিউদ্দিন আরিফ।
প্রাপ্ত তথ্য অনুসারে, মশিউর রহমান ছয় বছর ধরে তেজগাঁও ইউনিটে একই দায়িত্বে রয়েছেন, যা কোনো অদৃশ্য শক্তির প্রভাবে সম্ভব হয়েছে। তার দুর্নীতি এতটাই বিস্তৃত যে প্রতিটি নতুন ইন্সপেক্টর তার সাথে সখ্যতা গড়ে তোলে। তিনি মর্নিং শিফটের ডিউটি নিশ্চিত করে লাভজনক সুযোগ গ্রহণ করেন এবং যাত্রীদের কাছ থেকে বেআইনি পন্থায় অর্থ আদায় করেন। বিশেষ করে, তেজগাঁও স্টেশনে আসা বিভিন্ন ট্রেনের যাত্রীদের অতিরিক্ত মালামালের জন্য কোনো সরকারি রসিদ ছাড়াই টাকা আদায় করা হয়। এছাড়া, মশিউরের বিরুদ্ধে বেসরকারি ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। জামালপুরগামী এক যাত্রী সিরাজুল ইসলাম জানান, মশিউরকে অতিরিক্ত টাকা দিলে সহজেই টিকিট মেলে।
তেজগাঁও রেলওয়ে স্টেশনে মাদক দ্রব্য পাচার, অবৈধ ব্যবসা ও জুয়ার আসর পরিচালনার সঙ্গে মশিউর সরাসরি জড়িত। স্থানীয় মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছেন যে পুলিশকে ঘুষ দিয়ে তারা নির্বিঘ্নে ব্যবসা চালাতে পারেন। মশিউরের যোগসাজশে স্টেশনের রেললাইনের উপরেই মাদকের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। সদ্য বিদায়ী হাবিলদার খলিলের নির্দেশে, মশিউর বিভিন্ন স্থান থেকে মাসিক চাঁদা তুলতেন। কারওয়ান বাজার, ভাঙারির দোকান, নাখালপাড়া কাঁচাবাজার, রেলওয়ে কলোনি এবং অন্যান্য অবৈধ ব্যবসার চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ছিলেন মশিউর। এছাড়া, তিনি সরকারি তথ্য গোপন করে রেলওয়ে কোয়ার্টার আত্মসাৎ করেছেন। শাহজাহানপুর রেলওয়ে কলোনির বরাদ্দকৃত বাসা বেআইনিভাবে ভাড়া দেন এবং পরবর্তীতে তেজগাঁওয়ে আরেকটি বাসা বরাদ্দ নেন, যা রেলওয়ে নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে বিভাগীয় প্রকৌশলী সিরাজ জিন্নাত জানান, বাসাটি নিয়ে তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট প্রদান করা হবে। ঢাকা বিভাগীয় কমান্ডিং আর এন বি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মশিউরের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্পষ্টতই বলেন, “এসব নিউজ করে আমার কিছু হবে না, কারণ আমার উপরে ছায়া আছে।” সরেজমিন বার্তায় দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।