রিপোর্টার মাসুম ইসলাম,
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৯ লক্ষ টাকা ব্যয়ে রাজফুলবাড়িয়া মোহাম্মদ আলী স্কুলে বাস্তবায়িত ৩ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে প্রকল্পগুলো উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের।
এসময় চেয়ারম্যান সমর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, তাই আমরা এই উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন করতে পেরেছি। আর এ অভিযাত্রায় সামিল হতে পারাও আমাদের জন্য খুবই গৌরবের। এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ আরো এগিয়ে যায়। আমি এ প্রত্যাশাই করছি।
উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য এমদাদুল হক অতুল, মোহাম্মদ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গরা।