খান নাজমুল হুসাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপির) প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসন থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম,সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান,কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো: বাবলুর রহমান, যুগ্ম-দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন,কার্যনির্বাহী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম,বি.এম বাবলুর রহমান, মো:বাহারুল ইসলাম,এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন এস,এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মোড়ল,কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন,বি.এম বোরহান উদ্দীন,মো: বাহারুল ইসলাম মোড়ল, মো: রুহুল আমিন মোল্ল্যা,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন,কাজী এনামুল হক বিপ্লব, খান আল-মাহবুব হুসাইন,পার্থ প্রতিম মন্ডল,মিসেস সোনালী রহমান,মো: সাগর মোড়ল,মোঃমোস্তাফিজুর রহমান রাজু,লিটন সরদার,জাহিরুল ইসলাম,সারমান ফারদিন সোহেল, শেখ মিজানুর রহমান প্রমুখ।